PTC ও PPC


PTC ও PPC কি ?
PTC শব্দের অর্থ হচ্ছে Paid To Click এবং PPC শব্দের অর্থ হচ্ছে Pay Per Click । এই দুটি প্রায় সমার্থক ও কাজের ধরন ও একই । এই কাজের বৈশিষ্ট হলো বিভিন্ন কোম্পানির কিছু বিজ্ঞাপনে ক্লিক করার মাধ্যমে আপনি আয় করতে পারেন । প্রাথমিক পর্যায়ে এই কাজ শুরু  করলেও পরবর্তিতে স্বাভাবিক অবস্হায় মানে সল্প পরিশ্রমে এর মাধ্যমে খুব বেশি আয় করা যায় না । তবে অল্প কিছু বিনিযোগ করে Primium Membership নিয়ে অথবা Refer করে আয় বৃদ্ধি করা যায় ।

এ ব্যাপারে আমি একটি উদাহরণ দি , আমরা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষে ইলেকট্রনিক্স বিষয় এ আমাদের ঝালাই মেশিন সার্ভিসিং শেখানো হয় । জানতে কোনো সমস্যা নেই ।প্রয়োজনে কাজে ও লাগতে পারে । কিন্তু, একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার কখনও কি ঝালাই মেশিন সার্ভিসিং কে  পেশা হিসেবে নেবে ? এটিও অনেকটা সেরকম । আমাদের অপ্রোজনীয় সময় কাজে লাগিয়ে স্বল্প কিছু আয় । তবে আয় বৃদ্ধি করার কলা-কৌশল আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি ।

ক্লিক এর কাজ নিয়ে আমাদের মধ্যে কিছু অর্ধসত্য ধারণা প্রচলিত আছে। গুনীজনেরা বলে গেছেন, অর্ধসত্য মিথ্যা অপেক্ষা ভয়ংকর। এখানে ও ঠিক তাই । আমাদের প্রচলিত ধারণাগুলো হলো যত ক্লিক তত টাকা , ক্লিক করে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করা যায় আমি নিচে এগুলোর বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করেছি ।

ইন্টারনেট এ ক্লিক এর উপর হাজার হাজার সাইট আছে । কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এগুলোর ৯০% এ ভুয়া । এগুলোতে ক্লিক করলে আপনি ঠিক এ একাউন্ট এ ব্যালান্স দেখতে পাবেন । কিন্তু ই দেখা পর্যন্ত এ সীমাবদ্ধ । ওই টাকা আপনি আর তুলতে পারবেন না । হাতে ও পাবেন না ।


কখন বুঝবেন একটি সাইট ভুয়া ?
স্বাভাবিক অবস্থায় সঠিক সাইটগুলো Standard Account (বিনামূল্যের একাউন্ট) ৩ সেকেন্ড এর ক্লিক এ ০.০০১ USD (সামান্য কম বা বেশি হতে পারে) ও ৩০ সেকেন্ড এর ক্লিক এ ০.০১ USD দিয়ে থাকে । যা যথাক্রমে বাংলাদেশি টাকায় ৮ পয়সা থেকে ৮০ পয়সা পর্যন্ত (প্রায়) হয়ে থাকে । কিন্থ ভুয়া সাইট গুলো প্রতি ক্লিক এ বাংলাদেশি টাকায় ৩-৫ টাকা পর্যন্ত দিয়ে থাকে ।

কখন বুঝবেন একটি সাইট সঠিক ?
 যে সাইটগুলো এখন পর্যন্ত টাকা দিয়ে আসছে সেগুলোকে আমরা সঠিক সাইট হিসেবে চিহিত করি । তবে মনে রাখতে হবে সঠিক সাইটগুলোও কোনো এক সময় অর্থ প্রদান বন্ধ করে দিয়ে ভুয়া সাইট এ পরিনত হতে পারে আবার বন্ধও হয়ে যেতে পারে । তাই বিনিযোগ করার পূর্বে আমাদের অবশ্যই সাইটটি সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে । সাইট সম্পর্কে জানার জন্য সাইট এর নাম লিখে Google এ সার্চ করলে সাইটটির ফেন পেজ এ ও বিভিন্ন ফোরাম এ গ্রাহকগণ কি মন্তব্য করেছে তা পড়ে সাইটটি সম্পর্কে জানা যাবে । নিচে আমরা দুটি সঠিক সাইট এর ঠিকানা ও কার্যপ্রণালী দিয়েছি ।
[দৃষ্টি আকর্ষণ : এক কম্পিউটার থেকে অথবা একই মডেম দিয়ে একই সাইট এ কখন ও একাধিক একাউন্ট খুলবেন না অথবা একাধিক একাউন্ট এ লগইন দেবেন না । আপনার আইডি / একাউন্ট অন্য কথাও লগইন করবেন না । তাহলে আপনার একাউন্ট ব্লক করে দেবার সম্ভাবনা আছে । এতে করে আপনি কাজ করে যে টাকা পেলেন তা আর তুলতে পারবেন না ] 

কোন মন্তব্য নেই:

PTC ও PPC


PTC ও PPC কি ?
PTC শব্দের অর্থ হচ্ছে Paid To Click এবং PPC শব্দের অর্থ হচ্ছে Pay Per Click । এই দুটি প্রায় সমার্থক ও কাজের ধরন ও একই । এই কাজের বৈশিষ্ট হলো বিভিন্ন কোম্পানির কিছু বিজ্ঞাপনে ক্লিক করার মাধ্যমে আপনি আয় করতে পারেন । প্রাথমিক পর্যায়ে এই কাজ শুরু  করলেও পরবর্তিতে স্বাভাবিক অবস্হায় মানে সল্প পরিশ্রমে এর মাধ্যমে খুব বেশি আয় করা যায় না । তবে অল্প কিছু বিনিযোগ করে Primium Membership নিয়ে অথবা Refer করে আয় বৃদ্ধি করা যায় ।

এ ব্যাপারে আমি একটি উদাহরণ দি , আমরা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষে ইলেকট্রনিক্স বিষয় এ আমাদের ঝালাই মেশিন সার্ভিসিং শেখানো হয় । জানতে কোনো সমস্যা নেই ।প্রয়োজনে কাজে ও লাগতে পারে । কিন্তু, একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার কখনও কি ঝালাই মেশিন সার্ভিসিং কে  পেশা হিসেবে নেবে ? এটিও অনেকটা সেরকম । আমাদের অপ্রোজনীয় সময় কাজে লাগিয়ে স্বল্প কিছু আয় । তবে আয় বৃদ্ধি করার কলা-কৌশল আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি ।

ক্লিক এর কাজ নিয়ে আমাদের মধ্যে কিছু অর্ধসত্য ধারণা প্রচলিত আছে। গুনীজনেরা বলে গেছেন, অর্ধসত্য মিথ্যা অপেক্ষা ভয়ংকর। এখানে ও ঠিক তাই । আমাদের প্রচলিত ধারণাগুলো হলো যত ক্লিক তত টাকা , ক্লিক করে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করা যায় আমি নিচে এগুলোর বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করেছি ।

ইন্টারনেট এ ক্লিক এর উপর হাজার হাজার সাইট আছে । কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এগুলোর ৯০% এ ভুয়া । এগুলোতে ক্লিক করলে আপনি ঠিক এ একাউন্ট এ ব্যালান্স দেখতে পাবেন । কিন্তু ই দেখা পর্যন্ত এ সীমাবদ্ধ । ওই টাকা আপনি আর তুলতে পারবেন না । হাতে ও পাবেন না ।


কখন বুঝবেন একটি সাইট ভুয়া ?
স্বাভাবিক অবস্থায় সঠিক সাইটগুলো Standard Account (বিনামূল্যের একাউন্ট) ৩ সেকেন্ড এর ক্লিক এ ০.০০১ USD (সামান্য কম বা বেশি হতে পারে) ও ৩০ সেকেন্ড এর ক্লিক এ ০.০১ USD দিয়ে থাকে । যা যথাক্রমে বাংলাদেশি টাকায় ৮ পয়সা থেকে ৮০ পয়সা পর্যন্ত (প্রায়) হয়ে থাকে । কিন্থ ভুয়া সাইট গুলো প্রতি ক্লিক এ বাংলাদেশি টাকায় ৩-৫ টাকা পর্যন্ত দিয়ে থাকে ।

কখন বুঝবেন একটি সাইট সঠিক ?
 যে সাইটগুলো এখন পর্যন্ত টাকা দিয়ে আসছে সেগুলোকে আমরা সঠিক সাইট হিসেবে চিহিত করি । তবে মনে রাখতে হবে সঠিক সাইটগুলোও কোনো এক সময় অর্থ প্রদান বন্ধ করে দিয়ে ভুয়া সাইট এ পরিনত হতে পারে আবার বন্ধও হয়ে যেতে পারে । তাই বিনিযোগ করার পূর্বে আমাদের অবশ্যই সাইটটি সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে । সাইট সম্পর্কে জানার জন্য সাইট এর নাম লিখে Google এ সার্চ করলে সাইটটির ফেন পেজ এ ও বিভিন্ন ফোরাম এ গ্রাহকগণ কি মন্তব্য করেছে তা পড়ে সাইটটি সম্পর্কে জানা যাবে । নিচে আমরা দুটি সঠিক সাইট এর ঠিকানা ও কার্যপ্রণালী দিয়েছি ।
[দৃষ্টি আকর্ষণ : এক কম্পিউটার থেকে অথবা একই মডেম দিয়ে একই সাইট এ কখন ও একাধিক একাউন্ট খুলবেন না অথবা একাধিক একাউন্ট এ লগইন দেবেন না । আপনার আইডি / একাউন্ট অন্য কথাও লগইন করবেন না । তাহলে আপনার একাউন্ট ব্লক করে দেবার সম্ভাবনা আছে । এতে করে আপনি কাজ করে যে টাকা পেলেন তা আর তুলতে পারবেন না ] 

কোন মন্তব্য নেই: