Blogger দ্বারা পরিচালিত.
এবার পিসিতে 1 GB’র ফাইলকে মাত্র 10 mb বানিয়ে ফেলুন এবং হার্ড ডিস্ক এ বেশী ফাইল রাখুন
এবার পিসিতে 1 GB’র ফাইলকে মাত্র 10 mb বানিয়ে ফেলুন এবং হার্ড ডিস্ক এ বেশী ফাইল রাখুন
আপনারা হয়তোবা উইনরার বা অন্য কিছু দিয়ে ফাইল কম্প্রেস করেন । কিন্তু সেগুলা দিয়ে কি আর এটা সম্ভব?
তাই আপনাদের পিসির জন্য আজ মাত্র 1mb এর সফটওয়্যার নিয়ে এলাম যা দিয়ে আপনারা ১ জিবির ফাইলকেও মাত্র ১০ মেগাবাইট বানাতে পারবেন । সেটা আবার পরে যখন প্রয়োজন হবে extract
হ্যাকারদের টেক্কা দিতে হিমশিম খাচ্ছে বিশ্ব
প্রযুক্তি যত আধুনিক হচ্ছে ততই স্মার্ট হচ্ছে হ্যাকাররা। অন্যের বিপত্তি বাড়াতে তাদের কর্মপরিধিও তাই দিন দিন বিস্তৃত হচ্ছে। আগে যেখানে তাদের কাজ তথ্য চুরির মধ্যে সীমাবদ্ধ ছিলো এখন সেখানে তারা নষ্ট করতে সক্ষম হচ্ছেন পুরো কম্পিউটার নেটওয়ার্ক। সম্প্রতি যুক্তরাষ্ট্রের অবকাঠামো খাতের অন্তত ৫ ‘শ ৭০ টি প্রতিষ্ঠানের ওপর গবেষণা চালিয়ে এমন তথ্য প্রকাশ করেছে অরগানাইজেশন অব আমেরিকান স্টেট। কিন্তু ব্যয়বহুল হওয়ায় হ্যাকারদের প্রতিরোধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারছে না অনেক প্রতিষ্ঠান।
হ্যাকিং শব্দটার সাথে বেশ পরিচিত হলেও হ্যাকারদের নিত্যনতুন হ্যাকিং
বিল গেটসের অ্যাকাউন্ট হ্যাক
এটিএম বুথ থেকে অর্থ হাতানোর ঘটনাটি দেখে মনে হবে চলচ্চিত্রেরই কোনো দৃশ্য। কিন্তু আসলে তা নয়। মাইক্রোসফট প্রতিষ্ঠাতা ও বিশ্বের শীর্ষ ধনী বিল গেটসের অ্যাকাউন্ট হ্যাক করে তা থেকে অর্থ হাতানোর ঘটনা এটি।
ঘটনাস্থল ফিলিপাইনের একটি ব্যাংকের এটিএম বুথ। পিএস ব্যাংকের একটি শাখার এটিএম বুথ থেকে অর্থ উত্তোলনের চেষ্টা করে যাচ্ছেন ৩১ বছর বয়সী এক ব্যক্তি। তাঁর কাছে আছে সোনালি রঙের একটি নাম পরিচয়হীন ক্রেডিট কার্ড; যাতে কালো ম্যাগনেটিক স্ট্রাইপ বসানো। সাতটি ক্রেডিট কার্ড, মোবাইল ফোন আর সঙ্গে কাঁধ ব্যাগে ঝোলানো নগদ ৭৬ হাজার ৫৭০ পেসো। এই ব্যক্তি অর্থ উত্তোলন করছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের অ্যাকাউন্ট
ফেসবুক হ্যাকিং থেকে বাঁচাতে যা করবেন
ফেসবুক ব্যাবহার এখন অনেকটা অভ্যাসে পরিণত হয়েছে, প্রতিদিন বন্ধুদের সাথে কিছু সময় না কাটালে যেন দিনটা মোটেও ভাল কাটে না। হঠাৎ যদি দেখেন যে, আপনার ফেসবুক আইডিতে লগইন করতে পারছেন না, তখন কেমন লাগবে আপনার? সুরক্ষায় রাখতে চান আপনার প্রিয় ফেসবুক? তাহলে, জেনে নিন ফেসবুক হ্যাকিং থেকে বাঁচার কিছু উপায়ঃ-
প্রথমত, ফেসবুক আইডিতে ব্যাবহার করা মেইল এবং ফেসবুক আইডির পাসওয়ার্ড ভিন্ন রাখা। হ্যাকাররা হ্যাকের পরই প্রথম লক্ষ থাকে ই-মেইল এড্রেসটা বদলে ফেলা। আর কোনোক্রমে ই-মেইল এড্রেসটি বদলে ফেলতে পারলে আর হ্যাকিং হওয়া ফেসবুক অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা খুবই কঠিন হয়ে যায়। কারণ হ্যাকিং হওয়ার পর অ্যাকাউন্টটি
৫ টি উপায় চিনে নিন হ্যাকার
ইন্টারনেট এখন আমাদের প্রতিদিনের জীবনযাপনের অংশ। এটি ব্যবহার করে আমরা এখন একে অপরের সঙ্গে যোগাযোগ রক্ষা করি। একই সঙ্গে তথ্য খোঁজা এবং আর্থিক লেনদেন এখন ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে। এসব করতে গিয়ে প্রায়ই আমাদের হ্যাকারদের কবলে পড়তে হয়। হ্যাকাররা ইন্টারনেটে অজস্র ফাঁদ পেতে রাখে। না জেনে এসব ফাঁদে পা দিলেই ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার পাশাপাশি আর্থিক ভাবেও ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু একটু সর্তক হলে সহজেই হ্যাকারদের
বাংলাদেশের সেরা ১০ ওয়েবসাইট
আজ আমি আলোচনা করব বাংলাদেশের টপ ১০ সাইট নিয়ে। আমার লেখার যাবতীয় তথ্য এলেক্সা ডট কম হতে সংগৃহীত।
১। বাংলাদেশে ১ নং অবস্থানে আছে ফেসবুক ডট কম।ফেসবুক সম্পর্কে নতুন করে বলার মত কিছু নাই। বোঝা যাচ্ছে যে বাঙালি ফেসবুকে সময় নষ্ট করে বেশি। ফেসবুক গ্লোবাল র্যাংকে আছে ২ এ।
URL: http://www.facebook.com
URL: http://www.facebook.com
২। বাংলাদেশে ২ নং অবস্থানে আছে গুগোল ডট কম। গুগোল হলো সার্চ ইঞ্জিন। এটি বর্তমানে বিশ্বে ১ম অবস্থানে আছে।
URL: http://google.com
URL: http://google.com
৩। বাংলাদেশে ৩ নং অবস্থানে আছে গুগোল ডট কম ডট বিডি।এটি গুগোল বাংলাদেশের ওয়েবসাইট। গুগোল ডট কম আর গুগোল ডট কম ডট বিডি একই কাজ করে থাকে।
URL: http://google.com.bd
URL: http://google.com.bd
৪। বাংলাদেশে ৪ নং অবস্থানে আছে ইউটিউব ডট কম।বাঙালি যে ভিডিও পাগল এটি তার প্রমাণ। ইউটিউবের গ্লোবাল র্যাংক ৪।আর মজার বিষয় যে ইউটিউবের সহ প্রতিষ্ঠাতা বাংলাদেশের বংশভূত জায়াদ করিম।
URL: http://youtube.com
URL: http://youtube.com
৫। বাংলাদেশে ৫ নং অবস্থানে আছে প্রথম আলো ডট কম।পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় বাংলা দৈনিক যে সেরা ১০ এ থাকবে এতে অবাক হওয়ার কিছু নাই। সারা বিশ্বে আছে ৯৭৪ নম্বর অবস্থানে।
URL: http://www.prothom-alo.com
URL: http://www.prothom-alo.com
৬। বাংলাদেশে ৬ নং অবস্থানে আছে ইয়াহু ডট কম। এটিও একটি সার্চ ইঞ্জিন। বর্তমানে এটির জনপ্রিয়তা কমে গেলেও বাংলাদেশে এটি ভাল একটা অবস্থান রাখে তা নিশ্চিত।
URL: http://yahoo.com
URL: http://yahoo.com
৭। বাংলাদেশে ৭ নং অবস্থানে আছে বিডিনিউজ২৪ ডট কম । এটি একটি অনলাইন নিউজ পোর্টাল। গ্লোবালে তারা আছে ১৬৬৬ এ।
URL: http://bdnews24.com
URL: http://bdnews24.com
৮। বাংলাদেশে ৮ নং অবস্থানে আছে ব্লগস্পট ডট কম। এর মাধ্যমে ব্লগ তৈরি করা হয়।
URL: http://blogspot.com
URL: http://blogspot.com
৯। বাংলাদেশে ৯ নং অবস্থানে আছে আসক ডট কম। আমার মতে এটি এতো জনপ্রিয় হওয়ার কথা না। তবে মনে হয় ইন্টারনেট ডট অর্গের কল্যাণে আসক ৯ম এ আস্তে পেরেছে।
URL: http://ask.com
URL: http://ask.com
১০। বাংলাদেশে ১০ নং অবস্থানে আছে বাংলানিউজ২৪ ডট কম । এটিও একটি বাংলা নিউজ পোর্টাল।
URL: http://banglanews24.com
URL: http://banglanews24.com
আমাদের জন্য গর্বের বিষয় যে বাঙালি নিউজ পেপার বেশি পড়ে। আশা করই যে বাংলা নিউজ পোর্টাল গুলা আরও ভাল করবে।
হ্যাকিং সেখার সব চেয়ে বড় বাংলা পিডিএফ বই ।
শের নামিদামি ব্লগগুলোতে হ্যাকিং সম্বন্ধে বিভিন্ন টিউটোরিয়াল পোস্ট করা হয়,কিন্তু বেশিরভাগই ইংলিশ ই-বুক অথবা বিশাল সাইজের ভিডিও টিউটোরিয়াল যা অনেকেরই বুঝতে সমস্যা হয়। যদিও বর্তমানে হাতেগোনা হ্যাকিং প্রেমিক কয়েকজন ব্লগার সাধ্যমতো চেষ্টা করতেছে বাংলায় হ্যাকিংয়ের পরিচিতির জন্য।কিন্তু সব লেখাগুলো একত্রে পাওয়া যায় না,ফলে তা সংগ্রহে রাখা কষ্টকর। সকলের সুবিধার জন্য আমরা হ্যাকিং এর আদ্যোপান্ত বাংলার নেটিজেনদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে একটি প্রোজেক্ট নিয়েছি যার নাম প্রোজেক্ট ।
এই প্রোজেক্ট এর প্রথম কার্যক্রম হিসেবে আমরা হ্যাকিংয়ের সাথে পরিচিতি এবং কিছু ব্যাসিক টিউটোরিয়াল নিয়ে একটি ই-বুক প্রকাশ করলাম। বইটি আপাতত এর প্রথম সংস্করনে আছে।
হ্যাক করুন Android স্মার্ট ফোন: Android Smart Phone Hacking
স্বাগতম জানাচ্ছি সবাইকে, হ্যাক স্কুল বিডির টিউটোরিয়ালে, বর্তমান সময়ের মোবাইল অপেরেটিং সিস্টেমের মধ্যে অন্যতম একটি অপারেটিং সিস্টেম হচ্ছে Android.
দিন থেকে দিন Android ইউজার বেড়েই চলেছে, ব্যাবহারকারীর সংখ্যা যেমন বাড়ছে তেমনি এর সাথে সাথে অপরেটিং সিস্টেমটির বিভিন্ন দুর্বলতাও বৃদ্ধি পাচ্ছে,
আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে Metasploit ব্যাবহার করে Android ফোন হ্যাক করা যায়,
এর জন্যে আপনার দরকার হবে Metasploit framework (আমি কালি লিনাক্সে ব্যাবহার করে দেখাবো টিউটোরিয়ালে।)
এবং টেস্টের জন্যে (যদি আপনি চান) তাহলে একটি স্মার্ট ফোন ।
এছাড়াও আমি অনেক বার ফেইসবুকে অনুরোধ পেয়েছি Android ফোন হ্যাকিং এর টিউটোরিয়ালের ব্যাপারে,
সুতারাং তাই আজ আমি আপনাদের দেখাবো কিভাবে Android
দিন থেকে দিন Android ইউজার বেড়েই চলেছে, ব্যাবহারকারীর সংখ্যা যেমন বাড়ছে তেমনি এর সাথে সাথে অপরেটিং সিস্টেমটির বিভিন্ন দুর্বলতাও বৃদ্ধি পাচ্ছে,
আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে Metasploit ব্যাবহার করে Android ফোন হ্যাক করা যায়,
এর জন্যে আপনার দরকার হবে Metasploit framework (আমি কালি লিনাক্সে ব্যাবহার করে দেখাবো টিউটোরিয়ালে।)
এবং টেস্টের জন্যে (যদি আপনি চান) তাহলে একটি স্মার্ট ফোন ।
এছাড়াও আমি অনেক বার ফেইসবুকে অনুরোধ পেয়েছি Android ফোন হ্যাকিং এর টিউটোরিয়ালের ব্যাপারে,
সুতারাং তাই আজ আমি আপনাদের দেখাবো কিভাবে Android
লুফে নিন উইন্ডোজ সেভেন এবং ম্যাক সম্বলিত অপারেটিং সিস্টেম অরেঞ্জ বর্নের
আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আর সারাক্ষন সবাই ভাল থাকুন এটাই কামনা করছি। মাঝে মাঝে কিছু না কিছু নিয়ে লিখতে চেষ্টা করি তাই আজও একটা টিউন নিয়ে বসে পড়লাম। শিরোনাম দেখে অনেকেই হতবাক হচ্ছেন। আমিও কিছুটা হতবাক হয়েছিলা। এটা ৬৪ বিটের অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। আসুন এক ঝলক কিছু স্ক্রিন পিকচার দেখে আছি


















দেখতে তো অনেকের কাছে সুন্দর লাগছে। তো নিয়ে নিন আপনার পিসির জন্য এই অপারেটিং সিস্টেমটি। সমস্ত কাজ উইন্ডোজ সেভেন এর মত বাড়তি কিছু ফিচার ম্যাকের মত। তার মানে ম্যাক আর সেভেন মিক্স করেই এই অপারেটিং। যাক কথা কম কাজ বেশী। এক্ষুনি ডাউনলোড করে নিন যাদের ভাল লাগছে তারাই করুন। পরে ব্যবহার না করতে পারলে আমাকে বকাবকি কইরেন না। নিজের স্ব-ইচ্ছা হলে ব্যবহার করে দেখুন। সেট-আপ উইন্ডোজ সেভেন এর মত।Information
Windows 7 Mac Orange Edition (x64) 2014Name :- Windows Mac Orange 2014size :- 4.30gbBased OS :- Windows 7sp1 UltimateArchitecture :- 64bitAuthurised :- TEAM OSActivation :- use given Activater which Included with isoRelease Date :- 26/11/2014Style :- Metro Style
……SiNGLE LiNK…………700 MB SPLiT LiNKS……
এখনই নিয়ে নিন Avira Antivirus Pro+Internet Security 15.0.10.434 Final দুইটা এক সাথে আর সাথে রেজিষ্ট্রেশন!
Pro+Internet Security 15.0.10.434 Final দারুন একটি এন্টিভাইরাস। Avira AntiVirus এবং Interenet Security আমাদের নিকট খুবই জনপ্রিয় একটি সফটওয়্যার। বর্তমানে বাংলাদেশে এর ব্যবহারকারীর সংখ্যা অনেক বেড়ে গেছে, এর অন্যতম কারন হল একটি এক মাত্র সর্বচ্চো নিরাপত্তা দিতে সক্ষম ফ্রী অ্যান্টি-ভাইরাস এবং ইন্টারনেট সফটওয়্যার। এই এন্টিভাইরাস এবং ইন্টারনেট সিকিউরিটি সম্পর্কে বেশি কিছু বলার অপেক্ষা রাখিনা। কথা না বাড়িয়ে ডাউনলোড করে ব্যবহার করা শুরু করে দিন। তার আগে কিছু তথ্য দিয়ে রাখি।
iNFORMATiON
Avira Antivirus Pro / Internet Security 15.0.10.434 Final | 174/179 MBAvira Internet Security 2015 provides online confidence for the whole family. Work, play, communicate with full protection! If you bank or shop online, stream music and movies or are active on social networking sites, then you need comprehensive protection. Don’t trust your accounts, passwords, photos and important files to anything less! Get Avira Internet Security 2015, then relax. Your computer and your privacy are in the best of hands. Avira Internet Security 2015 is a combination of Avira’s brand-new firewall and the proven anti-virus software Avira Antivirus Pro. Even less experienced users can cope with the numerous security threats from the Internet with the central, intuitively operated user interface of the Suite.Avira Antivirus Pro 2015 offers the quick and easy way to protect yourself from online threats without all the hassle. Block online spies, snoops, trackers and trojans with our powerful Tracking Blockers and AntiSpyware platforms. From malware and Trojans to spies and identity theft, Avira Antivirus Pro 2015 gives you the protection you need to live the life you want. It reliably protects you against all threats from viruses, worms, trojans, rootkits, phishings, adware, spyware, bots, and dangerous “drive-by” downloads. NEW Avira Antivirus Pro 2015 includes Network Protection that scans not only your files and folders, but also the ones you share with others. This way you don’t ever spread or receive malware. Also it can protect your precious memories and sensitive documents with 5GB of safe, secure online backup.Avira Internet Security 2015 includes basic and advanced antivirus protection, email protection, AntiPhishing, Anti-Spyware and Anti-Adware. PLUS: Anti-Spam, Firewall, WebGuard (Safe Surfing), Game Mode and more! Complete security for workstations!Download Avira Internet Security 2015 if you:
• Stream or download movies and TV
• Play computer games, especially with online partners
• Connect to wi-fi networks
• Access your bank accounts or investments on the web
• Shop in online stores or place bids at auction sites
• Make online phone calls, instant message or social networks
• Share your computer with your partner or family members
• Store your irreplaceable photos, music and videos on your PC
• Want to be sure your children are safe onlinePC PROTECTION
• Real-Time Protection: Monitors nonstop for viruses, worms, Trojans and more
• AntiAd/Spyware: Shuts out online spies and annoying adware
• Protection Cloud: Ultrafast scanning and immediate online identification of new malware
• Network Drives: Malware scanning for shared folders
• Rootkit Protection: Traps hidden malware that conventional antivirus doesn’t find
• ProActive: Halts undiscovered threats by tracking their behavior
• AHeAD Technology: Inspects unfamiliar code for suspicious signs
• AntiBot: Blocks hackers’ attempts to take over your computer
• Backup System: Safeguards your data in case of an accident, hardware failure or theftINTERNET PROTECTION
• Browser Tracking Blocker: Stops web trackers from recording your activities
• Website Safety Advisor: Rates the safety of all sites in your search results
• Advanced Web Protection: Intercepts malicious websites before they load
• Advanced AntiPhishing: Proactively protects you against email scams
• Mail Protection: Keeps infected emails at a safe distance from your inbox
• FireWall: Forms a protective seal against intrusions (essential for wi-fi)
• AntiSpam: Weeds out annoying, offensive junk email
• AntiDrive-by: Blocks unwanted software downloads while you surf
* This feature is part of the Avira SearchFree Toolbar (included).CHILD PROTECTION
• Social Networks: Extends parental supervision to Facebook and other social media
• Safe Browsing: Advanced parental controls for blocking inappropriate websites and limiting the time your child spends onlineMOBILE PROTECTION
• Security for Android: Missing phone recovery, privacy protection, unwanted call/SMS blocking and moreREPAIR
• Quick Removal eliminates viruses in one click.
• Generic Repair removes all traces of infection automatically.
• Rescue System jumpstarts your PC in an emergency.EXTRA BENEFITS
• Live Support: Unlimited access to friendly, knowledgeable Avira security specialists
• Game Mode: Suspends unnecessary notifications during games and movies
• Netbook Support: Fast performance even on compact machines
• Express Installation: Skips the boring Q&A to launch your protection fast================
[INSTALL NOTES]
================(1): Please use 7Zip/WinRAR/Universal Extractor to EXTRACT FILES
(2): run the setup
(3): Use the given Reg file to activate
(4): Enjoy and Support Developers, Buy It, They Deserved It!=============
NOTE
=============Keygens, patches, Activators, Cracks, Loaders etc. are always scanned with Kaspersky Internet Security 2015 Latest Version to Avoid Virus Issues. Different Anti-viruses may give different results.Feature
DOWNLOAD LiNKSBdupload
http://bdupload.net/rgw75o8tqvk4আপনার যে কোন সফটওয়্যার লাগলে আমার কাছে জানাতে পারেন। কোন সফটওয়্যার লাগলে অবশ্যই এর পুরো নামটি লিখবেন। আশা করি, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা সেটা পেয়ে যাবেন।পরের পর্বে ফিরে আসবো আরও নতুন কোন সফটওয়ারে নিয়ে .আজ এখানেই শেষ করছি সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ ।
নিচের টিউনগুলো লখ্য করুন, কাজে লাগতেও পারে
- Avast! Antivirus Pro / Premier / Internet Security 8.0.1488.286 Final+Activatorফ্রিতে উপহার নিন
- AVG ANTIVIRUS & INTERNET SECURITY 2013 Build 3336a6294
- নিয়ে নিন সবচেয়ে ভাল এন্টিভাইরাসটি সাথে জেনে নিন এর গুণাগুন। হয়ত আপনি এটা সম্পর্কে জানেনও না!
- Avira AntiVir Personal – Free Antivirus 15.0.8.624 full ভার্সন
- আপনার ওয়ার্ডপ্রেস ব্লগকে হ্যাক/ভাইরাসের হাত থেকে বাচান !!!!!
ডাউনলোড করে নিন Viber এর ডেক্সটপ/ল্যাপটপ ভার্সন আর কথা বলুন ফ্রী তে।
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালোই আছেন। হয়তো আপনারা সবাই Viber ব্যবহার করেন আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে। আজ আপনাদের সাথে শেয়ার করবো Viber এর ডেক্সটপ/ল্যাপটপ ভার্সন।
Viber এর সুবিধা সমূহঃ
- ১। HD সাউন্ড কওয়ালিটির সাহায্যে ফ্রি কল
- ২।সর্বোচ্চ ৪০ জনকে নিয়ে গ্রুপ তৈরি করা যায়
- ৩।সটীকার এবং ইমোটিকনস ম্যাসেজিং সিস্টেমকে মজাদার করে তোলে
- ৪।আপনার অবস্থান শেয়ার করতে পারবেন
- ৫।কুইক রিপ্লাই এর মাধ্যমে তাতখনিকভাবে ম্যাসেজের রিপ্লাই দিতে পারবেন
- ৬।পজ নোটিফিকেশনের মাধ্যমে আপনার viber বন্ধ থাকলেও আপনি কল ও ম্যাসেজ রিসিভ
করতে পারবেন - ৭।অপারেটিং সিস্টেম ইন্টিগ্রেশন – আপনার ডিভাইস এর গ্যালারি থেকে সরাসরি ফটো এবং
ভিডিও পাঠাতে পারবেন - ৮।কোন বিজ্ঞাপন নেই এবং ১০০% ফ্রি
ডাউনলোড লিঙ্ক :- এখানে ক্লিক করুন ।।
ডাউনলোড করার নিয়ম :-
আপনার ডাউনলোড করা RAR ফাইলটি Winrar দিয়ে ওপেন করুন । এবার সেটআপ ফাইলে ক্লিক করে ইন্সটল করে নিন । ইন্সটল করার পর মোবাইল এ একটা কোড যাবে ঐ কোড এন্টার করার পর কম্পিউটার এ ভাইবার চালু হয়ে যাবে ।
নিচের টিউনগুলো লখ্য করুন, কাজে লাগতেও পারে
ডাউনলোড করে নিন IDM ৭.২ ফুল ভার্সন সফটওয়্যার।
আশা করি আপনারা সবাই ভাল আসেন। আজ আপনাদের জন্য একটা টিউন নিয়ে আসলাম। আশা করি আপনাদের কাজে লাগবে। আজ যে টিউন নিয়ে লিখব তা হল IDM ৭.২ এর ফুল ভার্সন সফটওয়্যার।
IDM মানে হল Internet Download Manager। আপনারা সবাই IDM ব্যাবহার করেন। আর যারা এখন পজন্ত ব্যাবহার করেন নি তারা এখনি ডাউনলোড করে নিন। আপনারা অন্য ভার্সন ব্যাবহার করতে পারেন কিন্তু যদি এই ভার্সন ব্যাবহার করেন তা হলে আপনাকে কোন সিরিয়াল লাগবে না এমন কি আপনার কোন Crack/Patch ও লাগবে না। শুধু IDM এর যে কোন একটা ভার্সন ডাউনলোড করে নিন এবং ইন্সটল করুন তা হলে কয শেষ। আপনি খুব সহজে ব্যাবহার করতে পারবেন। IDM সুদু ৩০ দিন এর ফ্রী ভার্সন দেয় কিন্তু ৩০ দিন পর ডলার এর কথা বলে। আমাদের এই দেশ থেকে কই জনে ডলার দিয়ে এই IDM কিন্তু মনে হয় হাতে গুনা ২-১ সারা কেউ ব্যাবহার করে না। তাই আপনারা যারা এখন ও IDM ব্যাবহার করেন নি অথবা যারা ব্যাবহার করছেন কিন্তু অনেক আগের ভার্সন তারা এখনি নিচের লিঙ্ক থেকে খুব সহজে ডাউনলোড করে নিন এবং আপনার পিসি তে ইন্সটল করুন।
সুবিধা গুলি হল:
১) IDM টি আপনি খুব সহজে অনেক browsers এ ব্যাবহার করতে পারবেন। যেমন, Opera, Firefox, IE, AOL, MSN, and Avant Browser।
২) আপনি খুব সহজে Resume করতে পারবেন।
৩) ফুল স্পীডে ডাউনলোড করতে পারবেন। তবে আপনার ইন্টারনেট স্পীড খুব ভাল হতে হবে, তা হলে আপনি খুব ভাল স্পীড পাবেন।
৪) ইউটিউব থেকে যে কোন ভিডিও খুব সহজে ডাউনলোড করতে পারবেন।
ডাউনলোড লিঙ্ক:- এখানে ক্লিক করুন ।।
ডাউনলোড করার নিয়ম –
কেমন লাগল? ভাল না খারাপ? নাকি কোন সমস্যা হল? কমেন্ট করে জানাবেন।
নিচের টিউনগুলো লখ্য করুন, কাজে লাগতেও পারে
- download করুন চরম একটি wordpress newspaper themes একদম ফ্রী তে!!
- 5000 টাকা দামের বিজয় একাত্তর ২০১২ keyzen সহ Full Version!!
- IDM v6.11 build 07 [Release Date- 02 May,2012] ◄updated link►
- ডাউনলোড করে নিন অসাধারন এবং কাজের কিছু সফটওয়্যার
- কম্পিউটার কে স্পিড এবং সুন্দর করুন
ডাউনলোড করে নিন ২৪ ডলার মুল্যের জনপ্রিয় টরেন্ট ডাউনলোডার uTorrent Plus ফ্রীতে।
uTorrent Plus আপনার পিসির জন্য একটি জনপ্রিয় টরেন্ট ডাউনলোডার সফটওয়্যার। সর্বোচ্চ গতি এবং ভাইরাস সুরক্ষা সুবিধা দিতে সক্ষম একটি টরেন্ট ফাইল ডাউনলোড সফ্টওয়্যার। আপনারা সবাই টরেন্ট ফাইল সম্পর্কে পরিচিত। টরেন্ট ফাইল ডাউনলোড করার জন্য আপনারা এতদিন হয়তো ফ্রি ভার্সন টি ব্যবহার করে আসছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি uTorrent সফটওয়্যারের পেইড ভার্সন- uTorrent Plus। এটি ফ্রি ভার্সনের চাইতে অধিক সুবিধা সম্পূর্ণ।
µTorrent Plus এর সুবিধা সমুহঃ
– অধিক ডাউনলোড গতি।
– আপনার frends এবং ডাউনলোডের সঙ্গে শেয়ার করুন।
– অনেক গুলো ফাইল একই সময় একসাথে উনলোড করতে সক্ষম।
– একাধিক ফাইল একসাথে ডাউনলোড।
– ওয়াইফাই মোড সিস্টেম।
– ডাউনলোড গতি উচ্চ এবং নিম্ন করার পুর্ন নিয়ন্ত্রণ করতে পাবেন।
– প্রক্সি ডাউনলোডার সমর্থিত।
– Virus মুক্ত ডাউনলোড।
– কোনো প্রকার বিরক্তিকর বিজ্ঞাপন নেই।
ডাউনলোড লিঙ্ক – এখানে ক্লিক করুন ।।
ডাউনলোড করার নিয়ম –
আজ তাহলে এ পর্যন্তই । পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ।
নিচের টিউনগুলো লখ্য করুন, কাজে লাগতেও পারে
- ল্যাপটপ বা কম্পিউটারের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখুন ছোট একটি সফটওয়্যার দিয়ে
- কম্পিউটার আছে? তাহলে অবশ্যই সংগ্রহ করুন অতি প্রয়োজনীয় ১০০টি সফটওয়্যার একদম ফ্রী ডিরেক্ট ডাউনলোড লিংক
- একটু অন্যরকম ডাউনলোড : পর্ব ০১ : গানপাগলদের জন্য
- শুভ নববর্ষ ১৪২১ পহেলা বৈশাখ এর এক্সক্লুসিভ কিছু ওয়ালপেপার ডাউনলোড করে নিন
- মুভি দেখা এবং গান শুনার জন্য… সেরা মিডিয়া প্লেয়ারগুলো থেকে আপনার প্রিয় প্লেয়ারটি ফ্রি ডাউনলোড করে নিন।
ডাউনলোড করে নিন Advanced System care একদম ফ্রী
আশা করি ভাল আছেন। আজ নিয়ে আসলাম সবার প্রয়োজনীয় একটি সফটওয়্যার। যাই হোক, এবার টিউনে আসি। একটু আগে Advanced SystemCare সফটওয়্যারটা ডাউনলোড এবং ইন্সটল করলাম। অনেক পরিবর্তন এবং নতুন নতুন ফিচার যুক্ত করা হয়েছে এই ভার্সনে Advanced SystemCare সম্পর্কে নতুন করে বলার কিছু নাই। অরবিট এর অসাধারন একটি প্রোডাক্ট যা আপনার পিসিকে সম্পূর্ণ পরিষ্কার এবং সুরক্ষা দিতে সক্ষম। বিভিন্ন ধরনের টুলস এর সম্মিলন রয়েছে এই সফটওয়্যার এ। আসুন দেখি এর নুতুন রুপ।
feature
যা যা পাবেন Advanced SystemCare Ultimate 8.0.1 2015 এ
- New generation engine for higher detection and more powerful protection.
- New Protect feature including browser homepage, search engine, online surfing, reinforce system.
- New Plugin/Toolbar Cleaner to remove malicious browser plugins & toolbars.
- New Browser Anti-Tracking to avoid privacy leak.
- Newly supported maximizing UI and changing skin with favorite pictures.
- New Performance Monitor supporting screenshot and 1-click boost.
- New Startup Manager speeds up PC startup with 1-click optimize.
- New Default Programs Tool provides easy way to set all default programs.
- Rebuilt Disk Optimization supports SSD optimization and multi disk defragment.
- Enhanced Privacy Sweep supports 400+ programs.
Home protection- browser এর হোম পেজ নির্ধারিত করে দিন/ ব্লাঙ্ক রাখুন এর মাধ্যমে, অনেক সময় বিভিন্ন সফটওয়্যার ইন্সটল এর কারনে browser এর হোম পেজ পরিবর্তন হয়ে থার্ড পার্টি সফটওয়্যার এর সাথে ইন্সটল করা নির্ধারিত লিঙ্ক সেট হয়ে যায়। প্রতিবার browser ওপেন করার সময় নির্ধারিত লিঙ্ক ওপেন হয়।
surfing protection- নেটে সার্ফিং এর সময় আপনার সুরক্ষা প্রধান করাই এর কাজ
real-time protector-সব সময় আপনার পিসির নিরাপত্তার জন্য নিয়োজিত, বিভিন্ন ধরনের স্পাইওয়্যার এর বিরদ্ধে রেয়েল টাইম protection.
plug-in/toolbar cleaner- অনেক সময় বিভিন্ন অজানা প্লাগিন/ টুলবার ইন্সটল হয়ে যাই অন্য কোন সফটওয়্যার ইন্সটল করার সময়, এই বিড়ম্বনার বিরদ্ধে কার্যকরী সমাধান ।
system reinforce-ট্রজোন ভাইরাস সহ/ হ্যাকার এর বিভিন্ন আক্রমণ এর প্রতিরোধ করতে আপনার পিসির সিকুরিটি হোলস/ দুর্বল জায়গা খুজে বের করে উপযুক্ত সফটওয়্যার( উইন্ডোজ এর ডিফেন্ডার এর) নতুন অ্যান্টিওয়্যার আপডেট করে
বরাবরের মতই রয়েছে এতে প্রয়োজনীয় সব টুলস, মানে একের ভিতর সব।
যা অন্য কোন সফটওয়্যার(tuneup ছাড়া) এ পাওয়া যায় না।
যা অন্য কোন সফটওয়্যার(tuneup ছাড়া) এ পাওয়া যায় না।
অপ্রয়োজনীয় সার্ভিস গুলো বন্ধ করে যার্ম এর জায়গা খালি করে পিসির স্পিড বাড়াতে এর জুড়ি নেই, always on,no compromise
softwere updater এর মাধ্যমে পিসিতে ইন্সটলকৃত প্রয়োজনীয় সফটওয়্যার আপডেট করতে পারবেন।
প্রয়োজনে আপনি অরবিট এর অন্যান্য সফটওয়্যার ইন্সটল করতে পারবেন।
প্রয়োজনে আপনি অরবিট এর অন্যান্য সফটওয়্যার ইন্সটল করতে পারবেন।
– থিম এর ব্যাকগ্রাউন্ড এর পিকচার পরিবর্তন করা যাবে আপনার যেকোনো পছন্দের ছবি দিয়ে।
এর মাধ্যমে আপনি এই সফটওয়্যার এর অন্যান্য সব ফিচার এর নিয়ন্ত্রন করতে পারবেন।
অনেক তো বিবরন দেওয়া হল। এইবার ডাউনলোড করার পালা।
আশা করি ডাউনলোড হওয়ার পর সফটওয়্যারটি ঠিক ভাবে ইনস্টল করতে পেরেছেন। ভিতরে ক্রাক ফাইল দেওয়া আছে। যদি ক্রাক ফাইল কাজ না করে তা হলে নতুন ক্রাক বা সিরিয়াল দেওয়ার চেষ্টা করবো। যদি ভাল লাগে তাহলে মন্তব্য করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।
নিচের টিউনগুলো লখ্য করুন, কাজে লাগতেও পারে
বার নিজের নাম্বার গোপন করে যে কোন প্রকার নাম্বার দিয়ে কল করে সবাইকে চমকে দিন!!!
আপনার নাম্বার গোপন করে…
যে কোন নাম্বার দিয়ে #call করে
সবাইকে চমকে দিতে চান??
বিশ্বাস না করলে আপনার নাম্বার কমেন্ট করুন
আপনার নাম্বার দিয়েই আপনাকে #Call করব।
বিদ্রঃ এই সার্ভিস টি ৫ জন কে প্রদান করা হবে..
বিস্তারিত জানতে Call 01787186623
w- app 01787186623
কম খরচে সারা বিশ্বে থেকে কথা বলতে ও পারবে [০.৯২]
আপনাকে Online id কিনতে হবে
একটা user id দাম ২৫০ টাকা [১০০ মিনিট
ফ্রি পাবেন]আপনি যে কোন ২ টা নাম্বার use
করতে পারবেন।।
আর একটা ৫৫০ টাকা
[২৫০ মিনিট ফ্রি পাবেন]আপনি নিজের ইচ্ছা মত.
নাম্বার বানিয়ে কল করতে পারবেন!!!
জানতে 01787186623
w- app 01951441218
নিচের টিউনগুলো লখ্য করুন, কাজে লাগতেও পারে
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
এবার পিসিতে 1 GB’র ফাইলকে মাত্র 10 mb বানিয়ে ফেলুন এবং হার্ড ডিস্ক এ বেশী ফাইল রাখুন
এবার পিসিতে 1 GB’র ফাইলকে মাত্র 10 mb বানিয়ে ফেলুন এবং হার্ড ডিস্ক এ বেশী ফাইল রাখুন
আপনারা হয়তোবা উইনরার বা অন্য কিছু দিয়ে ফাইল কম্প্রেস করেন । কিন্তু সেগুলা দিয়ে কি আর এটা সম্ভব?
তাই আপনাদের পিসির জন্য আজ মাত্র 1mb এর সফটওয়্যার নিয়ে এলাম যা দিয়ে আপনারা ১ জিবির ফাইলকেও মাত্র ১০ মেগাবাইট বানাতে পারবেন । সেটা আবার পরে যখন প্রয়োজন হবে extract
হ্যাকারদের টেক্কা দিতে হিমশিম খাচ্ছে বিশ্ব
প্রযুক্তি যত আধুনিক হচ্ছে ততই স্মার্ট হচ্ছে হ্যাকাররা। অন্যের বিপত্তি বাড়াতে তাদের কর্মপরিধিও তাই দিন দিন বিস্তৃত হচ্ছে। আগে যেখানে তাদের কাজ তথ্য চুরির মধ্যে সীমাবদ্ধ ছিলো এখন সেখানে তারা নষ্ট করতে সক্ষম হচ্ছেন পুরো কম্পিউটার নেটওয়ার্ক। সম্প্রতি যুক্তরাষ্ট্রের অবকাঠামো খাতের অন্তত ৫ ‘শ ৭০ টি প্রতিষ্ঠানের ওপর গবেষণা চালিয়ে এমন তথ্য প্রকাশ করেছে অরগানাইজেশন অব আমেরিকান স্টেট। কিন্তু ব্যয়বহুল হওয়ায় হ্যাকারদের প্রতিরোধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারছে না অনেক প্রতিষ্ঠান।
হ্যাকিং শব্দটার সাথে বেশ পরিচিত হলেও হ্যাকারদের নিত্যনতুন হ্যাকিং
বিল গেটসের অ্যাকাউন্ট হ্যাক
এটিএম বুথ থেকে অর্থ হাতানোর ঘটনাটি দেখে মনে হবে চলচ্চিত্রেরই কোনো দৃশ্য। কিন্তু আসলে তা নয়। মাইক্রোসফট প্রতিষ্ঠাতা ও বিশ্বের শীর্ষ ধনী বিল গেটসের অ্যাকাউন্ট হ্যাক করে তা থেকে অর্থ হাতানোর ঘটনা এটি।
ঘটনাস্থল ফিলিপাইনের একটি ব্যাংকের এটিএম বুথ। পিএস ব্যাংকের একটি শাখার এটিএম বুথ থেকে অর্থ উত্তোলনের চেষ্টা করে যাচ্ছেন ৩১ বছর বয়সী এক ব্যক্তি। তাঁর কাছে আছে সোনালি রঙের একটি নাম পরিচয়হীন ক্রেডিট কার্ড; যাতে কালো ম্যাগনেটিক স্ট্রাইপ বসানো। সাতটি ক্রেডিট কার্ড, মোবাইল ফোন আর সঙ্গে কাঁধ ব্যাগে ঝোলানো নগদ ৭৬ হাজার ৫৭০ পেসো। এই ব্যক্তি অর্থ উত্তোলন করছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের অ্যাকাউন্ট
ফেসবুক হ্যাকিং থেকে বাঁচাতে যা করবেন
ফেসবুক ব্যাবহার এখন অনেকটা অভ্যাসে পরিণত হয়েছে, প্রতিদিন বন্ধুদের সাথে কিছু সময় না কাটালে যেন দিনটা মোটেও ভাল কাটে না। হঠাৎ যদি দেখেন যে, আপনার ফেসবুক আইডিতে লগইন করতে পারছেন না, তখন কেমন লাগবে আপনার? সুরক্ষায় রাখতে চান আপনার প্রিয় ফেসবুক? তাহলে, জেনে নিন ফেসবুক হ্যাকিং থেকে বাঁচার কিছু উপায়ঃ-
প্রথমত, ফেসবুক আইডিতে ব্যাবহার করা মেইল এবং ফেসবুক আইডির পাসওয়ার্ড ভিন্ন রাখা। হ্যাকাররা হ্যাকের পরই প্রথম লক্ষ থাকে ই-মেইল এড্রেসটা বদলে ফেলা। আর কোনোক্রমে ই-মেইল এড্রেসটি বদলে ফেলতে পারলে আর হ্যাকিং হওয়া ফেসবুক অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা খুবই কঠিন হয়ে যায়। কারণ হ্যাকিং হওয়ার পর অ্যাকাউন্টটি
৫ টি উপায় চিনে নিন হ্যাকার
ইন্টারনেট এখন আমাদের প্রতিদিনের জীবনযাপনের অংশ। এটি ব্যবহার করে আমরা এখন একে অপরের সঙ্গে যোগাযোগ রক্ষা করি। একই সঙ্গে তথ্য খোঁজা এবং আর্থিক লেনদেন এখন ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে। এসব করতে গিয়ে প্রায়ই আমাদের হ্যাকারদের কবলে পড়তে হয়। হ্যাকাররা ইন্টারনেটে অজস্র ফাঁদ পেতে রাখে। না জেনে এসব ফাঁদে পা দিলেই ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার পাশাপাশি আর্থিক ভাবেও ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু একটু সর্তক হলে সহজেই হ্যাকারদের
বাংলাদেশের সেরা ১০ ওয়েবসাইট
আজ আমি আলোচনা করব বাংলাদেশের টপ ১০ সাইট নিয়ে। আমার লেখার যাবতীয় তথ্য এলেক্সা ডট কম হতে সংগৃহীত।
১। বাংলাদেশে ১ নং অবস্থানে আছে ফেসবুক ডট কম।ফেসবুক সম্পর্কে নতুন করে বলার মত কিছু নাই। বোঝা যাচ্ছে যে বাঙালি ফেসবুকে সময় নষ্ট করে বেশি। ফেসবুক গ্লোবাল র্যাংকে আছে ২ এ।
URL: http://www.facebook.com
URL: http://www.facebook.com
২। বাংলাদেশে ২ নং অবস্থানে আছে গুগোল ডট কম। গুগোল হলো সার্চ ইঞ্জিন। এটি বর্তমানে বিশ্বে ১ম অবস্থানে আছে।
URL: http://google.com
URL: http://google.com
৩। বাংলাদেশে ৩ নং অবস্থানে আছে গুগোল ডট কম ডট বিডি।এটি গুগোল বাংলাদেশের ওয়েবসাইট। গুগোল ডট কম আর গুগোল ডট কম ডট বিডি একই কাজ করে থাকে।
URL: http://google.com.bd
URL: http://google.com.bd
৪। বাংলাদেশে ৪ নং অবস্থানে আছে ইউটিউব ডট কম।বাঙালি যে ভিডিও পাগল এটি তার প্রমাণ। ইউটিউবের গ্লোবাল র্যাংক ৪।আর মজার বিষয় যে ইউটিউবের সহ প্রতিষ্ঠাতা বাংলাদেশের বংশভূত জায়াদ করিম।
URL: http://youtube.com
URL: http://youtube.com
৫। বাংলাদেশে ৫ নং অবস্থানে আছে প্রথম আলো ডট কম।পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় বাংলা দৈনিক যে সেরা ১০ এ থাকবে এতে অবাক হওয়ার কিছু নাই। সারা বিশ্বে আছে ৯৭৪ নম্বর অবস্থানে।
URL: http://www.prothom-alo.com
URL: http://www.prothom-alo.com
৬। বাংলাদেশে ৬ নং অবস্থানে আছে ইয়াহু ডট কম। এটিও একটি সার্চ ইঞ্জিন। বর্তমানে এটির জনপ্রিয়তা কমে গেলেও বাংলাদেশে এটি ভাল একটা অবস্থান রাখে তা নিশ্চিত।
URL: http://yahoo.com
URL: http://yahoo.com
৭। বাংলাদেশে ৭ নং অবস্থানে আছে বিডিনিউজ২৪ ডট কম । এটি একটি অনলাইন নিউজ পোর্টাল। গ্লোবালে তারা আছে ১৬৬৬ এ।
URL: http://bdnews24.com
URL: http://bdnews24.com
৮। বাংলাদেশে ৮ নং অবস্থানে আছে ব্লগস্পট ডট কম। এর মাধ্যমে ব্লগ তৈরি করা হয়।
URL: http://blogspot.com
URL: http://blogspot.com
৯। বাংলাদেশে ৯ নং অবস্থানে আছে আসক ডট কম। আমার মতে এটি এতো জনপ্রিয় হওয়ার কথা না। তবে মনে হয় ইন্টারনেট ডট অর্গের কল্যাণে আসক ৯ম এ আস্তে পেরেছে।
URL: http://ask.com
URL: http://ask.com
১০। বাংলাদেশে ১০ নং অবস্থানে আছে বাংলানিউজ২৪ ডট কম । এটিও একটি বাংলা নিউজ পোর্টাল।
URL: http://banglanews24.com
URL: http://banglanews24.com
আমাদের জন্য গর্বের বিষয় যে বাঙালি নিউজ পেপার বেশি পড়ে। আশা করই যে বাংলা নিউজ পোর্টাল গুলা আরও ভাল করবে।
হ্যাকিং সেখার সব চেয়ে বড় বাংলা পিডিএফ বই ।
শের নামিদামি ব্লগগুলোতে হ্যাকিং সম্বন্ধে বিভিন্ন টিউটোরিয়াল পোস্ট করা হয়,কিন্তু বেশিরভাগই ইংলিশ ই-বুক অথবা বিশাল সাইজের ভিডিও টিউটোরিয়াল যা অনেকেরই বুঝতে সমস্যা হয়। যদিও বর্তমানে হাতেগোনা হ্যাকিং প্রেমিক কয়েকজন ব্লগার সাধ্যমতো চেষ্টা করতেছে বাংলায় হ্যাকিংয়ের পরিচিতির জন্য।কিন্তু সব লেখাগুলো একত্রে পাওয়া যায় না,ফলে তা সংগ্রহে রাখা কষ্টকর। সকলের সুবিধার জন্য আমরা হ্যাকিং এর আদ্যোপান্ত বাংলার নেটিজেনদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে একটি প্রোজেক্ট নিয়েছি যার নাম প্রোজেক্ট ।
এই প্রোজেক্ট এর প্রথম কার্যক্রম হিসেবে আমরা হ্যাকিংয়ের সাথে পরিচিতি এবং কিছু ব্যাসিক টিউটোরিয়াল নিয়ে একটি ই-বুক প্রকাশ করলাম। বইটি আপাতত এর প্রথম সংস্করনে আছে।
হ্যাক করুন Android স্মার্ট ফোন: Android Smart Phone Hacking
স্বাগতম জানাচ্ছি সবাইকে, হ্যাক স্কুল বিডির টিউটোরিয়ালে, বর্তমান সময়ের মোবাইল অপেরেটিং সিস্টেমের মধ্যে অন্যতম একটি অপারেটিং সিস্টেম হচ্ছে Android.
দিন থেকে দিন Android ইউজার বেড়েই চলেছে, ব্যাবহারকারীর সংখ্যা যেমন বাড়ছে তেমনি এর সাথে সাথে অপরেটিং সিস্টেমটির বিভিন্ন দুর্বলতাও বৃদ্ধি পাচ্ছে,
আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে Metasploit ব্যাবহার করে Android ফোন হ্যাক করা যায়,
এর জন্যে আপনার দরকার হবে Metasploit framework (আমি কালি লিনাক্সে ব্যাবহার করে দেখাবো টিউটোরিয়ালে।)
এবং টেস্টের জন্যে (যদি আপনি চান) তাহলে একটি স্মার্ট ফোন ।
এছাড়াও আমি অনেক বার ফেইসবুকে অনুরোধ পেয়েছি Android ফোন হ্যাকিং এর টিউটোরিয়ালের ব্যাপারে,
সুতারাং তাই আজ আমি আপনাদের দেখাবো কিভাবে Android
দিন থেকে দিন Android ইউজার বেড়েই চলেছে, ব্যাবহারকারীর সংখ্যা যেমন বাড়ছে তেমনি এর সাথে সাথে অপরেটিং সিস্টেমটির বিভিন্ন দুর্বলতাও বৃদ্ধি পাচ্ছে,
আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে Metasploit ব্যাবহার করে Android ফোন হ্যাক করা যায়,
এর জন্যে আপনার দরকার হবে Metasploit framework (আমি কালি লিনাক্সে ব্যাবহার করে দেখাবো টিউটোরিয়ালে।)
এবং টেস্টের জন্যে (যদি আপনি চান) তাহলে একটি স্মার্ট ফোন ।
এছাড়াও আমি অনেক বার ফেইসবুকে অনুরোধ পেয়েছি Android ফোন হ্যাকিং এর টিউটোরিয়ালের ব্যাপারে,
সুতারাং তাই আজ আমি আপনাদের দেখাবো কিভাবে Android
লুফে নিন উইন্ডোজ সেভেন এবং ম্যাক সম্বলিত অপারেটিং সিস্টেম অরেঞ্জ বর্নের
আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আর সারাক্ষন সবাই ভাল থাকুন এটাই কামনা করছি। মাঝে মাঝে কিছু না কিছু নিয়ে লিখতে চেষ্টা করি তাই আজও একটা টিউন নিয়ে বসে পড়লাম। শিরোনাম দেখে অনেকেই হতবাক হচ্ছেন। আমিও কিছুটা হতবাক হয়েছিলা। এটা ৬৪ বিটের অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। আসুন এক ঝলক কিছু স্ক্রিন পিকচার দেখে আছি


















দেখতে তো অনেকের কাছে সুন্দর লাগছে। তো নিয়ে নিন আপনার পিসির জন্য এই অপারেটিং সিস্টেমটি। সমস্ত কাজ উইন্ডোজ সেভেন এর মত বাড়তি কিছু ফিচার ম্যাকের মত। তার মানে ম্যাক আর সেভেন মিক্স করেই এই অপারেটিং। যাক কথা কম কাজ বেশী। এক্ষুনি ডাউনলোড করে নিন যাদের ভাল লাগছে তারাই করুন। পরে ব্যবহার না করতে পারলে আমাকে বকাবকি কইরেন না। নিজের স্ব-ইচ্ছা হলে ব্যবহার করে দেখুন। সেট-আপ উইন্ডোজ সেভেন এর মত।Information
Windows 7 Mac Orange Edition (x64) 2014Name :- Windows Mac Orange 2014size :- 4.30gbBased OS :- Windows 7sp1 UltimateArchitecture :- 64bitAuthurised :- TEAM OSActivation :- use given Activater which Included with isoRelease Date :- 26/11/2014Style :- Metro Style
……SiNGLE LiNK…………700 MB SPLiT LiNKS……
এখনই নিয়ে নিন Avira Antivirus Pro+Internet Security 15.0.10.434 Final দুইটা এক সাথে আর সাথে রেজিষ্ট্রেশন!
Pro+Internet Security 15.0.10.434 Final দারুন একটি এন্টিভাইরাস। Avira AntiVirus এবং Interenet Security আমাদের নিকট খুবই জনপ্রিয় একটি সফটওয়্যার। বর্তমানে বাংলাদেশে এর ব্যবহারকারীর সংখ্যা অনেক বেড়ে গেছে, এর অন্যতম কারন হল একটি এক মাত্র সর্বচ্চো নিরাপত্তা দিতে সক্ষম ফ্রী অ্যান্টি-ভাইরাস এবং ইন্টারনেট সফটওয়্যার। এই এন্টিভাইরাস এবং ইন্টারনেট সিকিউরিটি সম্পর্কে বেশি কিছু বলার অপেক্ষা রাখিনা। কথা না বাড়িয়ে ডাউনলোড করে ব্যবহার করা শুরু করে দিন। তার আগে কিছু তথ্য দিয়ে রাখি।
iNFORMATiON
Avira Antivirus Pro / Internet Security 15.0.10.434 Final | 174/179 MBAvira Internet Security 2015 provides online confidence for the whole family. Work, play, communicate with full protection! If you bank or shop online, stream music and movies or are active on social networking sites, then you need comprehensive protection. Don’t trust your accounts, passwords, photos and important files to anything less! Get Avira Internet Security 2015, then relax. Your computer and your privacy are in the best of hands. Avira Internet Security 2015 is a combination of Avira’s brand-new firewall and the proven anti-virus software Avira Antivirus Pro. Even less experienced users can cope with the numerous security threats from the Internet with the central, intuitively operated user interface of the Suite.Avira Antivirus Pro 2015 offers the quick and easy way to protect yourself from online threats without all the hassle. Block online spies, snoops, trackers and trojans with our powerful Tracking Blockers and AntiSpyware platforms. From malware and Trojans to spies and identity theft, Avira Antivirus Pro 2015 gives you the protection you need to live the life you want. It reliably protects you against all threats from viruses, worms, trojans, rootkits, phishings, adware, spyware, bots, and dangerous “drive-by” downloads. NEW Avira Antivirus Pro 2015 includes Network Protection that scans not only your files and folders, but also the ones you share with others. This way you don’t ever spread or receive malware. Also it can protect your precious memories and sensitive documents with 5GB of safe, secure online backup.Avira Internet Security 2015 includes basic and advanced antivirus protection, email protection, AntiPhishing, Anti-Spyware and Anti-Adware. PLUS: Anti-Spam, Firewall, WebGuard (Safe Surfing), Game Mode and more! Complete security for workstations!Download Avira Internet Security 2015 if you:
• Stream or download movies and TV
• Play computer games, especially with online partners
• Connect to wi-fi networks
• Access your bank accounts or investments on the web
• Shop in online stores or place bids at auction sites
• Make online phone calls, instant message or social networks
• Share your computer with your partner or family members
• Store your irreplaceable photos, music and videos on your PC
• Want to be sure your children are safe onlinePC PROTECTION
• Real-Time Protection: Monitors nonstop for viruses, worms, Trojans and more
• AntiAd/Spyware: Shuts out online spies and annoying adware
• Protection Cloud: Ultrafast scanning and immediate online identification of new malware
• Network Drives: Malware scanning for shared folders
• Rootkit Protection: Traps hidden malware that conventional antivirus doesn’t find
• ProActive: Halts undiscovered threats by tracking their behavior
• AHeAD Technology: Inspects unfamiliar code for suspicious signs
• AntiBot: Blocks hackers’ attempts to take over your computer
• Backup System: Safeguards your data in case of an accident, hardware failure or theftINTERNET PROTECTION
• Browser Tracking Blocker: Stops web trackers from recording your activities
• Website Safety Advisor: Rates the safety of all sites in your search results
• Advanced Web Protection: Intercepts malicious websites before they load
• Advanced AntiPhishing: Proactively protects you against email scams
• Mail Protection: Keeps infected emails at a safe distance from your inbox
• FireWall: Forms a protective seal against intrusions (essential for wi-fi)
• AntiSpam: Weeds out annoying, offensive junk email
• AntiDrive-by: Blocks unwanted software downloads while you surf
* This feature is part of the Avira SearchFree Toolbar (included).CHILD PROTECTION
• Social Networks: Extends parental supervision to Facebook and other social media
• Safe Browsing: Advanced parental controls for blocking inappropriate websites and limiting the time your child spends onlineMOBILE PROTECTION
• Security for Android: Missing phone recovery, privacy protection, unwanted call/SMS blocking and moreREPAIR
• Quick Removal eliminates viruses in one click.
• Generic Repair removes all traces of infection automatically.
• Rescue System jumpstarts your PC in an emergency.EXTRA BENEFITS
• Live Support: Unlimited access to friendly, knowledgeable Avira security specialists
• Game Mode: Suspends unnecessary notifications during games and movies
• Netbook Support: Fast performance even on compact machines
• Express Installation: Skips the boring Q&A to launch your protection fast================
[INSTALL NOTES]
================(1): Please use 7Zip/WinRAR/Universal Extractor to EXTRACT FILES
(2): run the setup
(3): Use the given Reg file to activate
(4): Enjoy and Support Developers, Buy It, They Deserved It!=============
NOTE
=============Keygens, patches, Activators, Cracks, Loaders etc. are always scanned with Kaspersky Internet Security 2015 Latest Version to Avoid Virus Issues. Different Anti-viruses may give different results.Feature
DOWNLOAD LiNKSBdupload
http://bdupload.net/rgw75o8tqvk4আপনার যে কোন সফটওয়্যার লাগলে আমার কাছে জানাতে পারেন। কোন সফটওয়্যার লাগলে অবশ্যই এর পুরো নামটি লিখবেন। আশা করি, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা সেটা পেয়ে যাবেন।পরের পর্বে ফিরে আসবো আরও নতুন কোন সফটওয়ারে নিয়ে .আজ এখানেই শেষ করছি সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ ।
নিচের টিউনগুলো লখ্য করুন, কাজে লাগতেও পারে
- Avast! Antivirus Pro / Premier / Internet Security 8.0.1488.286 Final+Activatorফ্রিতে উপহার নিন
- AVG ANTIVIRUS & INTERNET SECURITY 2013 Build 3336a6294
- নিয়ে নিন সবচেয়ে ভাল এন্টিভাইরাসটি সাথে জেনে নিন এর গুণাগুন। হয়ত আপনি এটা সম্পর্কে জানেনও না!
- Avira AntiVir Personal – Free Antivirus 15.0.8.624 full ভার্সন
- আপনার ওয়ার্ডপ্রেস ব্লগকে হ্যাক/ভাইরাসের হাত থেকে বাচান !!!!!
ডাউনলোড করে নিন Viber এর ডেক্সটপ/ল্যাপটপ ভার্সন আর কথা বলুন ফ্রী তে।
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালোই আছেন। হয়তো আপনারা সবাই Viber ব্যবহার করেন আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে। আজ আপনাদের সাথে শেয়ার করবো Viber এর ডেক্সটপ/ল্যাপটপ ভার্সন।
Viber এর সুবিধা সমূহঃ
- ১। HD সাউন্ড কওয়ালিটির সাহায্যে ফ্রি কল
- ২।সর্বোচ্চ ৪০ জনকে নিয়ে গ্রুপ তৈরি করা যায়
- ৩।সটীকার এবং ইমোটিকনস ম্যাসেজিং সিস্টেমকে মজাদার করে তোলে
- ৪।আপনার অবস্থান শেয়ার করতে পারবেন
- ৫।কুইক রিপ্লাই এর মাধ্যমে তাতখনিকভাবে ম্যাসেজের রিপ্লাই দিতে পারবেন
- ৬।পজ নোটিফিকেশনের মাধ্যমে আপনার viber বন্ধ থাকলেও আপনি কল ও ম্যাসেজ রিসিভ
করতে পারবেন - ৭।অপারেটিং সিস্টেম ইন্টিগ্রেশন – আপনার ডিভাইস এর গ্যালারি থেকে সরাসরি ফটো এবং
ভিডিও পাঠাতে পারবেন - ৮।কোন বিজ্ঞাপন নেই এবং ১০০% ফ্রি
ডাউনলোড লিঙ্ক :- এখানে ক্লিক করুন ।।
ডাউনলোড করার নিয়ম :-
আপনার ডাউনলোড করা RAR ফাইলটি Winrar দিয়ে ওপেন করুন । এবার সেটআপ ফাইলে ক্লিক করে ইন্সটল করে নিন । ইন্সটল করার পর মোবাইল এ একটা কোড যাবে ঐ কোড এন্টার করার পর কম্পিউটার এ ভাইবার চালু হয়ে যাবে ।
নিচের টিউনগুলো লখ্য করুন, কাজে লাগতেও পারে
ডাউনলোড করে নিন IDM ৭.২ ফুল ভার্সন সফটওয়্যার।
আশা করি আপনারা সবাই ভাল আসেন। আজ আপনাদের জন্য একটা টিউন নিয়ে আসলাম। আশা করি আপনাদের কাজে লাগবে। আজ যে টিউন নিয়ে লিখব তা হল IDM ৭.২ এর ফুল ভার্সন সফটওয়্যার।
IDM মানে হল Internet Download Manager। আপনারা সবাই IDM ব্যাবহার করেন। আর যারা এখন পজন্ত ব্যাবহার করেন নি তারা এখনি ডাউনলোড করে নিন। আপনারা অন্য ভার্সন ব্যাবহার করতে পারেন কিন্তু যদি এই ভার্সন ব্যাবহার করেন তা হলে আপনাকে কোন সিরিয়াল লাগবে না এমন কি আপনার কোন Crack/Patch ও লাগবে না। শুধু IDM এর যে কোন একটা ভার্সন ডাউনলোড করে নিন এবং ইন্সটল করুন তা হলে কয শেষ। আপনি খুব সহজে ব্যাবহার করতে পারবেন। IDM সুদু ৩০ দিন এর ফ্রী ভার্সন দেয় কিন্তু ৩০ দিন পর ডলার এর কথা বলে। আমাদের এই দেশ থেকে কই জনে ডলার দিয়ে এই IDM কিন্তু মনে হয় হাতে গুনা ২-১ সারা কেউ ব্যাবহার করে না। তাই আপনারা যারা এখন ও IDM ব্যাবহার করেন নি অথবা যারা ব্যাবহার করছেন কিন্তু অনেক আগের ভার্সন তারা এখনি নিচের লিঙ্ক থেকে খুব সহজে ডাউনলোড করে নিন এবং আপনার পিসি তে ইন্সটল করুন।
সুবিধা গুলি হল:
১) IDM টি আপনি খুব সহজে অনেক browsers এ ব্যাবহার করতে পারবেন। যেমন, Opera, Firefox, IE, AOL, MSN, and Avant Browser।
২) আপনি খুব সহজে Resume করতে পারবেন।
৩) ফুল স্পীডে ডাউনলোড করতে পারবেন। তবে আপনার ইন্টারনেট স্পীড খুব ভাল হতে হবে, তা হলে আপনি খুব ভাল স্পীড পাবেন।
৪) ইউটিউব থেকে যে কোন ভিডিও খুব সহজে ডাউনলোড করতে পারবেন।
ডাউনলোড লিঙ্ক:- এখানে ক্লিক করুন ।।
ডাউনলোড করার নিয়ম –
কেমন লাগল? ভাল না খারাপ? নাকি কোন সমস্যা হল? কমেন্ট করে জানাবেন।
নিচের টিউনগুলো লখ্য করুন, কাজে লাগতেও পারে
- download করুন চরম একটি wordpress newspaper themes একদম ফ্রী তে!!
- 5000 টাকা দামের বিজয় একাত্তর ২০১২ keyzen সহ Full Version!!
- IDM v6.11 build 07 [Release Date- 02 May,2012] ◄updated link►
- ডাউনলোড করে নিন অসাধারন এবং কাজের কিছু সফটওয়্যার
- কম্পিউটার কে স্পিড এবং সুন্দর করুন
ডাউনলোড করে নিন ২৪ ডলার মুল্যের জনপ্রিয় টরেন্ট ডাউনলোডার uTorrent Plus ফ্রীতে।
uTorrent Plus আপনার পিসির জন্য একটি জনপ্রিয় টরেন্ট ডাউনলোডার সফটওয়্যার। সর্বোচ্চ গতি এবং ভাইরাস সুরক্ষা সুবিধা দিতে সক্ষম একটি টরেন্ট ফাইল ডাউনলোড সফ্টওয়্যার। আপনারা সবাই টরেন্ট ফাইল সম্পর্কে পরিচিত। টরেন্ট ফাইল ডাউনলোড করার জন্য আপনারা এতদিন হয়তো ফ্রি ভার্সন টি ব্যবহার করে আসছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি uTorrent সফটওয়্যারের পেইড ভার্সন- uTorrent Plus। এটি ফ্রি ভার্সনের চাইতে অধিক সুবিধা সম্পূর্ণ।
µTorrent Plus এর সুবিধা সমুহঃ
– অধিক ডাউনলোড গতি।
– আপনার frends এবং ডাউনলোডের সঙ্গে শেয়ার করুন।
– অনেক গুলো ফাইল একই সময় একসাথে উনলোড করতে সক্ষম।
– একাধিক ফাইল একসাথে ডাউনলোড।
– ওয়াইফাই মোড সিস্টেম।
– ডাউনলোড গতি উচ্চ এবং নিম্ন করার পুর্ন নিয়ন্ত্রণ করতে পাবেন।
– প্রক্সি ডাউনলোডার সমর্থিত।
– Virus মুক্ত ডাউনলোড।
– কোনো প্রকার বিরক্তিকর বিজ্ঞাপন নেই।
ডাউনলোড লিঙ্ক – এখানে ক্লিক করুন ।।
ডাউনলোড করার নিয়ম –
আজ তাহলে এ পর্যন্তই । পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ।
নিচের টিউনগুলো লখ্য করুন, কাজে লাগতেও পারে
- ল্যাপটপ বা কম্পিউটারের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখুন ছোট একটি সফটওয়্যার দিয়ে
- কম্পিউটার আছে? তাহলে অবশ্যই সংগ্রহ করুন অতি প্রয়োজনীয় ১০০টি সফটওয়্যার একদম ফ্রী ডিরেক্ট ডাউনলোড লিংক
- একটু অন্যরকম ডাউনলোড : পর্ব ০১ : গানপাগলদের জন্য
- শুভ নববর্ষ ১৪২১ পহেলা বৈশাখ এর এক্সক্লুসিভ কিছু ওয়ালপেপার ডাউনলোড করে নিন
- মুভি দেখা এবং গান শুনার জন্য… সেরা মিডিয়া প্লেয়ারগুলো থেকে আপনার প্রিয় প্লেয়ারটি ফ্রি ডাউনলোড করে নিন।
ডাউনলোড করে নিন Advanced System care একদম ফ্রী
আশা করি ভাল আছেন। আজ নিয়ে আসলাম সবার প্রয়োজনীয় একটি সফটওয়্যার। যাই হোক, এবার টিউনে আসি। একটু আগে Advanced SystemCare সফটওয়্যারটা ডাউনলোড এবং ইন্সটল করলাম। অনেক পরিবর্তন এবং নতুন নতুন ফিচার যুক্ত করা হয়েছে এই ভার্সনে Advanced SystemCare সম্পর্কে নতুন করে বলার কিছু নাই। অরবিট এর অসাধারন একটি প্রোডাক্ট যা আপনার পিসিকে সম্পূর্ণ পরিষ্কার এবং সুরক্ষা দিতে সক্ষম। বিভিন্ন ধরনের টুলস এর সম্মিলন রয়েছে এই সফটওয়্যার এ। আসুন দেখি এর নুতুন রুপ।
feature
যা যা পাবেন Advanced SystemCare Ultimate 8.0.1 2015 এ
- New generation engine for higher detection and more powerful protection.
- New Protect feature including browser homepage, search engine, online surfing, reinforce system.
- New Plugin/Toolbar Cleaner to remove malicious browser plugins & toolbars.
- New Browser Anti-Tracking to avoid privacy leak.
- Newly supported maximizing UI and changing skin with favorite pictures.
- New Performance Monitor supporting screenshot and 1-click boost.
- New Startup Manager speeds up PC startup with 1-click optimize.
- New Default Programs Tool provides easy way to set all default programs.
- Rebuilt Disk Optimization supports SSD optimization and multi disk defragment.
- Enhanced Privacy Sweep supports 400+ programs.
Home protection- browser এর হোম পেজ নির্ধারিত করে দিন/ ব্লাঙ্ক রাখুন এর মাধ্যমে, অনেক সময় বিভিন্ন সফটওয়্যার ইন্সটল এর কারনে browser এর হোম পেজ পরিবর্তন হয়ে থার্ড পার্টি সফটওয়্যার এর সাথে ইন্সটল করা নির্ধারিত লিঙ্ক সেট হয়ে যায়। প্রতিবার browser ওপেন করার সময় নির্ধারিত লিঙ্ক ওপেন হয়।
surfing protection- নেটে সার্ফিং এর সময় আপনার সুরক্ষা প্রধান করাই এর কাজ
real-time protector-সব সময় আপনার পিসির নিরাপত্তার জন্য নিয়োজিত, বিভিন্ন ধরনের স্পাইওয়্যার এর বিরদ্ধে রেয়েল টাইম protection.
plug-in/toolbar cleaner- অনেক সময় বিভিন্ন অজানা প্লাগিন/ টুলবার ইন্সটল হয়ে যাই অন্য কোন সফটওয়্যার ইন্সটল করার সময়, এই বিড়ম্বনার বিরদ্ধে কার্যকরী সমাধান ।
system reinforce-ট্রজোন ভাইরাস সহ/ হ্যাকার এর বিভিন্ন আক্রমণ এর প্রতিরোধ করতে আপনার পিসির সিকুরিটি হোলস/ দুর্বল জায়গা খুজে বের করে উপযুক্ত সফটওয়্যার( উইন্ডোজ এর ডিফেন্ডার এর) নতুন অ্যান্টিওয়্যার আপডেট করে
বরাবরের মতই রয়েছে এতে প্রয়োজনীয় সব টুলস, মানে একের ভিতর সব।
যা অন্য কোন সফটওয়্যার(tuneup ছাড়া) এ পাওয়া যায় না।
যা অন্য কোন সফটওয়্যার(tuneup ছাড়া) এ পাওয়া যায় না।
অপ্রয়োজনীয় সার্ভিস গুলো বন্ধ করে যার্ম এর জায়গা খালি করে পিসির স্পিড বাড়াতে এর জুড়ি নেই, always on,no compromise
softwere updater এর মাধ্যমে পিসিতে ইন্সটলকৃত প্রয়োজনীয় সফটওয়্যার আপডেট করতে পারবেন।
প্রয়োজনে আপনি অরবিট এর অন্যান্য সফটওয়্যার ইন্সটল করতে পারবেন।
প্রয়োজনে আপনি অরবিট এর অন্যান্য সফটওয়্যার ইন্সটল করতে পারবেন।
– থিম এর ব্যাকগ্রাউন্ড এর পিকচার পরিবর্তন করা যাবে আপনার যেকোনো পছন্দের ছবি দিয়ে।
এর মাধ্যমে আপনি এই সফটওয়্যার এর অন্যান্য সব ফিচার এর নিয়ন্ত্রন করতে পারবেন।
অনেক তো বিবরন দেওয়া হল। এইবার ডাউনলোড করার পালা।
আশা করি ডাউনলোড হওয়ার পর সফটওয়্যারটি ঠিক ভাবে ইনস্টল করতে পেরেছেন। ভিতরে ক্রাক ফাইল দেওয়া আছে। যদি ক্রাক ফাইল কাজ না করে তা হলে নতুন ক্রাক বা সিরিয়াল দেওয়ার চেষ্টা করবো। যদি ভাল লাগে তাহলে মন্তব্য করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।
নিচের টিউনগুলো লখ্য করুন, কাজে লাগতেও পারে
বার নিজের নাম্বার গোপন করে যে কোন প্রকার নাম্বার দিয়ে কল করে সবাইকে চমকে দিন!!!
আপনার নাম্বার গোপন করে…
যে কোন নাম্বার দিয়ে #call করে
সবাইকে চমকে দিতে চান??
বিশ্বাস না করলে আপনার নাম্বার কমেন্ট করুন
আপনার নাম্বার দিয়েই আপনাকে #Call করব।
বিদ্রঃ এই সার্ভিস টি ৫ জন কে প্রদান করা হবে..
বিস্তারিত জানতে Call 01787186623
w- app 01787186623
কম খরচে সারা বিশ্বে থেকে কথা বলতে ও পারবে [০.৯২]
আপনাকে Online id কিনতে হবে
একটা user id দাম ২৫০ টাকা [১০০ মিনিট
ফ্রি পাবেন]আপনি যে কোন ২ টা নাম্বার use
করতে পারবেন।।
আর একটা ৫৫০ টাকা
[২৫০ মিনিট ফ্রি পাবেন]আপনি নিজের ইচ্ছা মত.
নাম্বার বানিয়ে কল করতে পারবেন!!!
জানতে 01787186623
w- app 01951441218
নিচের টিউনগুলো লখ্য করুন, কাজে লাগতেও পারে
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)